প্রতিটি আসনের জন্য অগ্রিম ৫০০০ টাকা জমা দিয়া স্থান সংরক্ষণ হইবে বাকী টাকা যাত্রার ২০ দিন আগে জমা দিতে হবে।
আসন সংরক্ষণের সম্পর্কে টাকা জমা দিবার পর যদি রেল ও বিমান সংক্রান্ত বিষয়ে যাত্রা দিন বদল হয় এবং যাত্রীরা যাইতে রাজি না হন, তা হইলে সম্পূর্ণ জমা দেওয়া টাকা হইতে রেলযাত্রার ক্ষেত্রে ৪৫০০ টাকা বাবদ দিয়া বাকি টাকা ফেরৎ দেওয়া হয়।
রাজনৈতিক, প্রাকৃতিক দুর্যোগ, রেল সংক্রান্ত বা কোন অবাঞ্ছিত কারণবশত ভ্রমণ বাতিল হইলে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকার শতকরা ৬০% টাকা হিসাবে যাত্রীগণকে ফেরৎ দেওয়া হয়।
ট্রেনের মধ্যে কোন রকম টিফিন ও খাবার দেওয়া হয় না।
কোন রকম দুর্ঘটনা বা শারীরিক ক্ষতির কারণে অথবা চুরির জন্য প্রতিষ্ঠান দায়ী নয় এবং কোন অবস্থাতেই কোন ক্ষতিপূরণ দেওয়া হয় না।
যাত্রা বাতিল করিলে নিম্নলিখিত হারে যাত্রীগণের নিকট হইতে ক্ষতিপূরণ আদায় করা হইবে (ভ্রমণের টিকিটমূল্য) যাত্রার
১২০ দিন আগে পর্যন্ত বাতিল করিলে ৫০০+10% ১০০দিন আগে পর্যন্ত বাতিল করিলে ৫০০+২৫%
৬০ দিন আগে পর্যন্ত বাতিল করিলে ৫০০+৩০% ৩০ দিন আগে পর্যন্ত বাতিল করিলে ৫০০+৪০%
১৫ দিন আগে পর্যন্ত বাতিল করিলে ৫০০+৬০% ৭২ ঘন্টার মধ্যে বাতিল করিলে টাকা ফেরৎ দেওয়া হয় না।
হোটেলে থাকার জন্য পরিবার পিছু আলাদা ঘর দেওয়া হয়।
রাজনৈতিক বা প্রাকৃতিক কারণবশতঃ যদি স্টেশন বদল করিতে হয়, সেক্ষেত্রে যাত্রীকে খরচ বহন করিতে হইবে।
যে কোন রকম প্রবেশ মূল্য এবং গাইডের খরচ, সর্বক্ষেত্রেই যাত্রীদের স্থানীয় গাড়ীর ভাড়া, লঞ্চভাড়া দিতে হইবে।
যাত্রীর আসন সংরক্ষণ করিলে প্রতিষ্ঠান নিশ্চিত হইবেন যে যাত্রীদের “ছুটি ছুটি ট্যুর এগুউ-এর সমস্ত নিয়মকানুন পড়িয়া বুঝিয়া আসন সংরক্ষণ করিয়াছেন।